sports

আইপিএল কোন দল কতবার জিতেছে: Most IPL Winner team

আইপিএল কোন দল কতবার জিতেছে: Most IPL Winner team

আইপিএল কোন দল কতবার জিতেছে : Most IPL Winner team
আইপিএল কোন দল কতবার জিতেছে : Most IPL Winner team

আমরা যারা ক্রিকেটপ্রেমী আছি তারা আইপিএল ঘনিয়ে আসলেই সবার মনে উকি দেয় আইপিএল কোন দল কতবার জিতেছে। আইপিএল এর পূর্নরূপ হলো ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ বলা হয়ে থাকে আইসিসির আয়োজন ব্যাতিত যতগুলো ক্রিকেট লীগ আছে তারমধ্যে অন্যতম সেরা লীগ হলো আইপিএল। যাই হউক আজ আমরা কথা বলবো আইপিএল কোন দল কতবার জিতেছে তা নিয়ে।

আইপিএল প্রথমে শুরু হয়েছিল ২০০৮ সালে তার আগে আইসিএল নামে একটি টি টুয়েন্টি লীগ ভারতের মাঠিতে আয়োজিত হতো পরে ICL লীগ নিষিদ্ধ করা হয়। যার ফলশ্রুতিতে IPL এর যাত্রা শুরু হয়। আইপিএল ২০২২ এ চ্যাম্পিয়ান হয়েছিল গুজরাট টাইটান্স। বর্তমানে আইপিএলে মোট ১০ টি দল খেলে থাকে। আইপিএল ২০২৩ এর আসর শুরু হবে আগামী ৩১ মার্চ থেকে। বাংলাদেশে থেকে এবার আইপিএল খেলবে সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। সাকিব ও লিটন খেলবে কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে অন্যদিকে মুস্তাফিজুর রহমান খেলবে দিল্লির হয়ে।

২০০৮ সালের প্রথমে আইপিএলে চ্যাম্পিয়ান হয়েছিল রাজস্থান রয়েলস এবং রানার আপ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিচে আইপিএল শিরোপা কোন সময় কোন দল নিয়েছে তার তালিকা রানার্সআপ সহ দেওয়া হলো।

আইপিএল চ্যাম্পিয়ান লিস্ট: IPL Winner List

২০০৮ সালে আইপিএল শিরোপা জিতেছিল রাজস্থান রয়েলস এবং রানার্স-আপ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

২০০৯ সালে আইপিএল শিরোপা জিতেছিল ডেকান চার্জাস এবং রানার্স-আপ হয়েছিল ব্যাঙ্গালুরু।

২০১০ সালে আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস এবং রানার্স-আপ হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

২০১১ সালে আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস এবং রানার্স-আপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২০১২ সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইর্ডাস এবং রানার্স-আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস।

২০১৩ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স-আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস।

২০১৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স এবং রানার্স-আপ হয়েছিল কিংস এলিভেন পাঞ্জাব।

২০১৫ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স-আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস।

২০১৬ সালে আইপিএল শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দারাবাদ এবং রানার্স-আপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২০১৭ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স-আপ হয়েছিল রাইজিং পুনে সুপার জায়েন্টস।

২০১৮ সালে আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস এবং রানার্স-আপ হয়েছিল সানরাজার্স হায়দারাবাদ।

২০১৯ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স-আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস।

২০২০ সালে আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স-আপ হয়েছিল দিল্লি ক্যেপিটলস।

২০২১ সালে আইপিএল শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস এবং রানার্স-আপ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

২০২২ সালে আইপিএল শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স এবং রানার্স-আপ হয়েছিল রাজস্থান রয়েলস।

আইপিএল কোন দল কতবার জিতেছে: Most IPL Winner team

আইপিএলের সবচেয়ে সফল দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স তারা ৫ বার আইপিএলের শিরোপা জিতে অন্যদিকে ৪ বার আইপিএলের শিরোপা জিতে দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস। একনজরে দেখেনে নিন সবচেয়ে বেশি আইপিএল শিরোপা জিতা দলগুলোর তালিকা।

মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএলের শিরোপা জিতে (২০১৩,২০১৫,২০১৭,২০২০)।

চেন্নাই সুপার কিংস ৪ বার আইপিএলের শিরোপা জিতে (২০১০,২০১১,২০১৮,২০২১)।

কলকাতা নাইট রাইডার্স ২ বার শিরোপা জিতে (২০১২,২০১৪)।

সানরাইজার্স হায়দ্রাবাদ ১ বার (২০১৬) সালে।

রাজস্থান রয়েলস ১ বার (২০০৮) সালে।

ডেকান চার্জাস ১ বার (২০০৯) সালে।

গুজরাট টাইটান্স সর্বশেষ ২০২২ সালে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল।

আইপিএল নিয়ে কিছু প্রশ্নের উত্তর:

আইপিএল কত সালে শুরু হয়েছিল?

২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়।

কোন দল আইপিএলের সবচেয়ে বেশি বার শিরোপা জিতে?

মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএলের শিরোপা জিতে।

আইপিএল ২০২২ শিরোপা কে জিতে?

গুজরাট টাইটান্স ২০২২ আইপিএলের শিরোপা জিতে।

আইপিএল কবে শুরু হবে 2023?

২০২৩ সালের আইপিএল মার্চ মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে।

[ad_2]
এখানে আইপিএল কোন দল কতবার জিতেছে: Most IPL Winner team এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি আইপিএল কোন দল কতবার জিতেছে: Most IPL Winner team এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে নিয়মিত আমাদের সাইটে www.bdtoppost.com ভিজিট করবেন ধন্যবাদ।

Sadia Afroz Niloy

Hey! I am Sadia Afroz Niloy! A student and passionate writer. I love to write blog and connect people Realtime. Send business proposal at [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button