আর্সেনিক আক্রান্ত টিউবওয়েল গুলাে সিল করে দেয়ার জন্য আবেদন

আর্সেনিক আক্রান্ত টিউবওয়েল গুলাে সিল করে দেয়ার জন্য আবেদন

মনে কর, তােমার এলাকায় প্রায় টিউবওয়েলের পানিতে আর্সেনিক দেখা দিয়েছে। এই অবস্থায় আর্সেনিক আক্রান্ত টিউবওয়েল চিহ্নিত করে সিল করে দেওয়ার জন্য তােমার এলাকার থানা স্বাস্থ্য কর্মকর্তার নিকট একখানা আবেদনপত্র লেখ।

তারিখ: ১২.০৫.২০২২

বরাবর

থানা স্বাস্থ্য কর্মকর্তা

টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ

বিষয়: আর্সেনিক আক্রান্ত টিউবওয়েলগুলাে সিল করে দেয়ার জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার দক্ষিণাংশের একটি ঘনবসতিপূর্ণ ও জনবহুল এলাকা। গ্রামের অধিকাংশ জনগণই দরিদ্র ও স্বল্প শিক্ষিত। এলাকার অধিকাংশ টিউবওয়েলে সম্প্রতি আর্সেনিকের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেকে আর্সেনিক সংক্রান্ত বিভিন্ন রােগে আক্রান্ত হয়ে পড়ছে। থানা স্বাস্থ্য কমপ্লেক্স ইতােমধ্যে আর্সেনিক আক্রান্ত টিউবওয়েলগুলাে সব বিল করলেও এখনও আর্সেনিক আক্রান্ত টিউবওয়েলের পানি পান করে চলছে। এমতাবস্থায় পরিস্থিতি খারাপের দিকে হওয়ার আগেই আর্সেনিক আক্রান্ত টিউবওয়েলগুলাে সিল করে দেয়া একান্ত জরুরি হয়ে উঠেছে।

জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে, অবিলম্বে উক্ত এলাকার দরিদ্র জনগণের কথা বিবেচনা করে আর্সেনিক আক্রান্ত

টিউবওয়েললাে সিল করার সুব্যবস্থা করে বাধিত করবেন।

 

নিবেদক

আপনার বিশ্বস্ত

তারেক আজিজ

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

About adminridoy

Check Also

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর সড়ক দুর্ঘটনা রােধকল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *