ঘূর্ণিঝড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য সাহায্যের আবেদন
মনে কর, তােমার এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রচণ্ড আঘাত হেনেছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যার্থে জেলা প্রশাসকের নিকট একটি আবেণনপত্র লেখ।
তারিখ: ০৮.০২.২০২২
বরাবর
জেলা প্রশাসক
ময়মনসিংহ।
বিষয় : ঘূর্ণিঝড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য সাহায্যের আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমরা ময়মনসিংহ জেলার অধিবাসী। গত রাতে শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় এই জেলার ষোললাটি গ্রামের ওপরে প্রচণ্ডভাবে আঘাত হানে। এতে ১৯ জন প্রাণ হারায় এবং অসংখ্য মানুষ আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন মৃত্যুর মুখােমুখি। যারা বেঁচে আছে তারাও অনাহারে, অর্ধাহারে দিনাতিপাত করছে। বন্যায় গবাদি পশু, মাঠের ফসল, ঘরবাড়ি সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় শিশুদের যে আর্তনাদ তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রাকৃতিক এই বিপর্যয়ে যে পরিমাণ সাহায্য আসছে তা প্রয়ােজনের তুলনায় অতি সামান্য। এমতাবস্থায় বিপর্যন্ত এলাকায় গবাদি পশুর খাদ্য, ব্যবহারের জন্য বস্তু এবং বিপুল পরিমাণে নগদ অর্থের প্রয়ােজন।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, অত্র এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালােচনা করে সাহায্যের হাত প্রসারিত করবেন।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
আব্দুর রাজ্জাক
ময়মনসিংহ।