পুকুর সংস্কারের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
মনে কর, তুমি হারদী গ্রামের অধিবাসী। এই এলাকায় একটি পুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ: ১৬.০৩.২০২২
বরাবর
চেয়ারম্যান
হারদী ইউনিয়ন
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
বিষয়:পুকুর সংস্কারের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা হারদী গ্রামের অধিবাসী। এ গ্রামে কোনাে নদী বা পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়ার তেমন ক্ষেত্র নেই। একটিমাত্র বড় পুকুর রয়েছে। তাও আবার দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযােগী হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের সময় গ্রামের সর্বস্তরের মানুষ এই পুকুরে এসে গােসল করে, কাপড় কাচে, থালা-বাসন পরিষ্কারসহ বিভিন্ন কাজে এ পানি ব্যবহার করে। এই দূষিত পানি ব্যবহার করার ফলে আমাদের বিভিন্ন রকম অসুখ-বিসুখের সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয় বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে পুকুরের পানি সম্পূর্ণ শুকিয়ে যায়। তখন গ্রামের মানুষের কষ্টের সীমা থাকে না। এমতাবস্থায় পুকুরটির সংস্কার সম্ভব হলে গ্রামের সাধারণ মানুষের পানি ব্যবহারের সুবিধা অনেকাংশে নিশ্চিত হবে।

অতএব জনাবের নিকট বিনীত নিবেদন, পুকুরটি সংস্কার করে এলাকাবাসীর পরিষ্কার পানি ব্যবহারের সুযােগ দানে বাধিত করবেন।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে
হেলাল
আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা।