বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন
মনে কর, তােমার বিদ্যালয়ে কোন ক্যান্টিনের ব্যবস্থা নেই। এ অবস্থায় একটি ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ।
তারিখ: ০৫.০৩.২০২২
বরাবর
প্রধান শিক্ষক
শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ
ক্যাডেট কলেজপাড়, ঝিনাইদহ।
বিষয়:ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন।
মহোদয়
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্রছাত্রী। এই শিক্ষাপ্রতিষ্ঠানে দুই হাজারেরও অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে। প্রতিষ্ঠানের পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিবেশ ভালাে হলেও এখানে কোনাে কান্টিন নেই। অধিকাংশ ছাত্রছাত্রী দূরদূরান্ত থেকে লেখাপড়া করতে আসে। কাকডাকা ভােরে ছাত্রছাত্রীরা হালকা নাস্তা খেয়ে আসে, টিফিনের সময় হতে না হতেই ক্ষুধার যায় তাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। পরবর্তী চারটি পিরিয়ড করার পর তাদের শরীর ও মন দুর্বল হয়ে পড়ে। এক কিলোমিটারের মধ্যে কোনাে খাবার দোকান বা রেস্টুরেন্ট নেই। ফলে অভুক্ত অবস্থায় বিকাল চারটা পর্যন্ত কাটাতে হয় ।এমতাবস্থায় দিন দিন ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। শুধু তাই নয়, ক্ষুধায় কাতর থাকার ফলে পড়াশােনায় মনােযােগী হতে পারে না।

অতএব মহােদয়ের নিকট বিনীত নিবেদন এই যে, বিদ্যালয় প্রাঙ্গণে অতিসত্বর একটি ক্যান্টিন স্থাপন করে ছাত্রছাত্রীদের দুপুরের খাওয়ার সুব্যবস্থা করবেন।
নিবেদক
আপনার অনুগত ছাত্রছাত্রীদের পক্ষে,
১. এস এম সাজিদুল ইসলাম, দশম শ্রেণি, রােল-৩
২.রাশিদুল ইসলাম, নবম শ্রেণি, রােল- ২
৩, আশা নাজনীন, অষ্টম শ্রেণি, রােল-২
ক্যাডেট কলেজ পাড়া, ঝিনাইদহ।