বিদ্যুৎবিভ্রাটের প্রতিকার প্রসঙ্গে আবেদনপত্র
মনে কর, তুমি গেণ্ডারিয়া থানার অধিবাসী। বিদ্যুৎ বিভ্রাট অত্র এলাকায় নিত্যনৈমিত্তিক ব্যাপার। এমতাবস্থায় বিদ্যুৎবিভ্রাটের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ১লা জুলাই, ২০২২
বরাবর
নির্বাহী প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন বাের্ড
আবদুল গণি রােড, ঢাকা।
বিষয় : বিদ্যুৎবিভ্রাটের প্রতিকার প্রসঙ্গে আবেদনপত্র ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা গেন্ডারিয়া থানার অধিবাসী। নিম্নোক্ত বিষয়ে আপনার সদয় দৃষ্টি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানাচ্ছি।
আমাদের মহল্লাটি একটি বর্ধিষ্ণু ও জনবহুল মহল্লা। এ মহল্লায় প্রায় ৪০ হাজার লাৈক বাস করে। কিন্তু পরিতাপের বিষয় এই যে,বিদ্যুৎবিভ্রাট অত্র এলাকার একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পঁড়িয়েছে। প্রতিদিন ১ ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যায়। মাঝে মাঝে বিদ্যুৎ একেবারেই থাকে না। ফলে জনজীবন হয়ে ওঠে দুর্বিষহ। কলকারখানা বন্ধ থাকায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের পড়াশােনারও দারুণ ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনাে ফল হয়নি।
অতএব জনাব সমীপে আকুল আবেদন অনুগ্রহপূর্বক বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার করে জনগণের দুঃখদুর্দশা দূরীকরণে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধ জানাচ্ছি।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে,
এ কে ফজলুল হক
আব্দুল গলি রােড, ঢাকা।