Education

(PDF download ) মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩

[ad_1]

  মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ [ যেভাবে দেখবেন ] | মেডিকেল ভর্তি ২০২৩ ফলাফল PDF | Medical MBBS Result 2023 Download

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীর ফল ১২ মার্চ প্রকাশিত হবে। কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট  ২০২৩ দেখবেন বিস্তারিত জেনে নিন।

মেডিকেলে সর্বোচ্চ নম্বরঃ (রাফসান জামান ৯৪.২৫)
পাশ করেছেন- ৪৯,১৯৪ জন
পাশের হার- ৩৫.৩৪%
ছেলে- ২০,৮১৩ জন (৪২.৩১%) 
মেয়ে- ২৮,৩৮১ জন (৫৭.৬৯%)
সরকারি মেডিকেলে ছেলে ভর্তি হতে পারবে ১৯৫৭ জন, মেয়ে ২৩৯৩ জন।

FB IMG 1678611656182

       

মেডিকেল ভর্তি ২০২৩ ফলাফল (যেভাবে দেখবেন)

ফলাফল প্রকাশের পর

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের

  •  https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে।

পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

অথবা 

আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ PDF

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। গতবছর যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। গত বছরের মতো এবছরও সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৩৫০টি। তবে বেসরকারি মেডিকেলে এবার আসন সংখ্যা বাড়ানো হয়েছে। গতবছর বেসরকারি মেডিকেলে আসন ছিল ৬ হাজার ৪৮৯টি, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৬ হাজার ৭৭২টি।

সরকারি মেডিকেলে ভর্তির জন্য আসন প্রতি লড়েছে ৩২ জন শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েন ১২ জন পরীক্ষার্থী। দেশে মোট সরকারি মেডিকেল কলেজে মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।

এ ছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

Tag: মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ [ যেভাবে দেখবেন ] | মেডিকেল ভর্তি ২০২৩ ফলাফল PDF | Medical MBBS Result 2023 ডওনলয়াদ

<
/p>

 

   

     

       

     

   

 

Sadia Afroz Niloy

Hey! I am Sadia Afroz Niloy! A student and passionate writer. I love to write blog and connect people Realtime. Send business proposal at [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button