এডিস মশা নিধনের জন্য ওষুধ সরবরাহের আবেদন

এডিস মশা নিধনের জন্য ওষুধ সরবরাহের আবেদন

মনে কর, তােমার এলাকায় এডিস মশার আক্রমণ বেড়ে গেছে। এমতাবস্থায় মশা নিধনের জন্য প্রয়ােজনীয় সরবরাহের অনুরােধ জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ: ১২, ০৩, ২০২২

বরাবর

চেয়ারম্যান

শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ

কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।

বিষয় : এডিস মশা নিধনের জন্য ওষুধ সরবরাহের আবেদন।

মহােদয়,

যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের শুভাঢ্যা গ্রামের অধিবাসী। কয়েকদিনে এডিস নামক ভয়ঙ্কর মশা আমাদের এলাকায় আক্রমণ করে জনমনে ভীতির সঞ্চার করেছে। এ মশা অন্যান্য মশার চেয়েও বিপজ্জনক। এ মশার কামড়ে মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এমনকি প্রয়ােজনীয় চিকিৎসার ব্যবস্থা না নিলে রােগীর মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই মশা সম্পর্কে কেবল শিক্ষিত সচেতন জনগণই অবগত। এ গ্রামের অধিকাংশ লােক অশিক্ষিত হওয়ার ফলে উপযুক্ত ব্যবস্থার অভাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এমতাবস্থায় এডিস মশাকে চিরতরে ধ্বংস করা উচিত। তা না হলে এই অবস্থা চলতে থাকলে এডিস মশার কামড়ে অসংখ্য মানুষ প্রাণ হারাবে। এজন্য আর দেরি না করে এলাকাবাসীকে এডিস মশার হাত থেকে রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি।

এডিস মশা নিধনের জন্য ওষুধ সরবরাহের আবেদন
এডিস মশা নিধনের জন্য ওষুধ সরবরাহের আবেদন

অতএব বিনীত নিবেদন, এলাকাবাসীর সমসার কথা বিবেচনা করে এডিস মশা নিধনের জন্য প্রয়ােজনীয় ওষুধ সরবরাহ করে এলাকার দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের সমস্যা নিরসন করতে মর্জি হয়।

 

বিনীত

এলাকাবাসীর পক্ষে,

মাে. আশরাফুল ইসলাম

কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।

 

মশা মারার ঔষধের নাম
এডিস মশার বিজ্ঞান সম্মত নাম

পত্রিকায় প্রকাশের জন্য আবেদন পত্র

এডিস মশা চেনার উপায়
এডিস মশা কোথায় ডিম পাড়ে
মশা নিয়ন্ত্রণের উপায়
মশার বিজ্ঞানসম্মত নাম

মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিবেদন

About adminridoy

Check Also

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর সড়ক দুর্ঘটনা রােধকল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *