অসহনীয় যানজটের নিরসন সংবাদপত্রে প্রকাশের পত্র
অসহনীয় যানজটের নিরসন সংবাদপত্রে প্রকাশের পত্র
মনে কর, সম্প্রতি ঢাকা শহরে তীব্র যানজট সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থা নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
তারিখ :১০.০৫.২০২২
বরাবর
সম্পাদক
দৈনিক প্রথম আলাে
১০০,কাজী নজরুল ইসলাম এভিনিউ
কাওরানবাজার, ঢাকা।
বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচারিত স্বনামধন্য ‘দৈনিক প্রথম আলাে পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে চিরকৃতজ্ঞ থাকব।
বিনীত
আপনার বিশ্বস্ত
আবুল বরকত
মহাখালী, ঢাকা।
অসহনীয় যানজটের নিরসন চাই
রাজধানী ঢাকা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ শহর। সম্প্রতি ঢাকা মেগাসিটির মর্যাদাও পেয়েছে। এ শহরের ঐতিহ্য ও সুনাম সর্বজনবিদিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এ শহরের সমস্যাও কম নয়। জনসংখ্যা বৃদ্ধি পেলেও নাগরিক সুযােগ- সুবিধা তেমন বাড়েনি। সম্প্রতি এ শহরে যানজট সমস্যা তীব্র আকার ধারণ করেছে। যানজটের কবলে পড়ে রাজধানীবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অফিস-আদালতগামী, চাকরিজীবী, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা দুঃসহ যানজটের কবলে পড়ে যথাসময়ে গন্তব্যস্থলে পৌছতে পারে না। শহরের সড়কগুলােতে যানজট এমন তীব্র যে গন্তব্যস্থলে পৌঁছতে যাত্রীদের দ্বিগুণ থেকে তিনগুণ সময় লেগে যায়। ফলে সময় অপচয়ের পাশাপাশি সৃষ্টি হচ্ছে বহুবিধ সমস্যা।
ঢাকা শহরের যানজটের নানাবিধ কারণ রয়েছে। পর্যাপ্ত ও পরিকল্পিত রাস্তাঘাটের অভাব, ট্রাফিক আইন অমান্য করা,তুলনায় অতিরিক্ত যানবাহন, রাস্তায় যানবাহন পার্কিং করে রাখা ও অসংখ্য রিকশার যত্রতত্র চলাচল এবং যাত্রী ও পথচারীদের অসচেতনতা প্রভৃতি যানজট সমস্যার পিছনে মূল ভূমিকা পালন করে। অতএব, ঢাকা শহরের অসহনশীল এ যানজট সমসার আশু সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিবেদক
আবুল বরকত
মহাখালী, ঢাকা।