চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন পত্র
চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন জানিয়ে তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি পত্র লেখ।
তারিখ: ২১/০৩/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
হাট বােয়ালিয়া উচ্চ বিদ্যালয়
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ।
বিষয় : চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন।
প্রশংসাপত্র/চারিত্রিক সনদপত্র এর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র

কলেজ চারিত্রিক সনদপত্রের আবেদন পত্র
মহােদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে গত পাঁচ বছর কৃতিত্বের সাথে একজন অনুগত ছাত্র হিসেবে অধ্যয়ন করেছি। আপনার বিদ্যালয় হতে ২০১৪ সালে অনুষ্ঠিত যশাের বাের্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। শুধু তাই নয়, বিদ্যালয়ে অধ্যয়নকালে আমি ক্রীড়া ও বিতর্ক প্রতিযােগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। এ সময়ে আমি অপরাধমূলক কার্যকলাপ থেকে সম্পূর্ণ বিরত থেকে সুনামের সাথে অধ্যয়ন করেছি। বর্তমানে
আমি ঝিনাইদহের একটি খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক। তাই আমার একটি চারিত্রিক সনদপত্র প্রয়ােজন।
অতএব মহােদয়ের নিকট বিনীত প্রার্থনা, অনুগ্রহপূর্বক আমাকে একটি চারিত্রিক সনদপত্র দিয়ে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মাহবুব আলম
হাট বােয়ালিয়া উচ্চ বিদ্যালয় আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম
চারিত্রিক সনদ পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ …………………, পিতা: …………………. মাতা: ………………….. গ্রাম/মহল্লা: ……………, ডাকঘর: ………………., থানা: …………….., জেলা: ……………….. । তিনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত। আমার জানামতে তিনি কখনো কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত হননি। তাহার স্বভাব ও চরিত্র ভাল।
আমি তার ভবিষ্যত জীবনে সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি।
তারিখ:………………….
প্রশংসাপত্র

প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ উত্তোলন আবেদন ফরম
চারিত্রিক সনদপত্র শিক্ষা প্রতিষ্ঠানের
চারিত্রিক সনদপত্র কোথায় পাওয়া যায়
চারিত্রিক সনদপত্রের জন্য দরখাস্ত
নাগরিকত্ব সনদপত্র আবেদন ফরম
অবিবাহিত সনদপত্রের জন্য আবেদন ফরম
চারিত্রিক সনদপত্র অনলাইন
Table of Contents