ছাড়পত্র প্রাপ্তির জন্য আবেদন পত্র
ছাড়পত্র প্রাপ্তির জন্য আবেদন পত্র
মনে কর, তােমার বাবা সরকারি কর্মকর্তা। তার চাকরির নিয়ম অনুযায়ী স্থান পরিবর্তনের কারণে, তােমারও বিদ্যালয় পরিবর্তন করা প্রয়ােজন। এ অবস্থায় বিদ্যালয় হতে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ২৬/০৩/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
সিরাজগঞ্জ।
বিষয় : ছাড়পত্র প্রাপ্তির জন্য আবেদন।
বিদ্যালয় থেকে ছাড়পত্রের (টিসি-TC) জন্য আবেদন
মহােদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন সরকারি কর্মকর্তা। চাকরির নিয়ম অনুযায়ী হঠাৎ তিনি চুয়াডাঙ্গা জেলা সদরে বদলি হয়েছেন। এ কারণে আমাদের পরিবারের সবাইকে চুয়াডাঙ্গা চলে যেতে হচ্ছে। এ অবস্থায় আমার পক্ষে এই বিদ্যালয়ে লেখাপড়া করা সম্ভব হচ্ছে না।
অতএব মহােদয়ের নিকট বিনীত নিবেদন, আমাকে স্কুলের ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত
আপনার অনুগত ছাত্র।
এস, এম, সাজিদুল ইসলাম
৯ম শ্রেণি
ক্রমিক নম্বর -২
সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, সিরাজগঞ্জ।