জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
মনে কর, তােমার বাবা নির্ধারিত সময়ে বেতন না পাওয়ার কারণে তােমার স্কুলের বেতন পরিশােধ করতে বিলম্ব হয়েছে। এমতাবস্থায় বিলম্বে বেতন পরিশােধে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ: ১৮, ০৩, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
জিলা স্কুল, যশাের।
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।
জরিমানা মওকুফের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র। আমার আব্বা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গত মাসের বেতন বিলম্বে পাওয়ার কারণে আমি বিদ্যালয়ের নির্ধারিত সময়ে বেতনের টাকা পরিশােধ করতে পারিনি। তাই আমি আজ জরিমানা ব্যতীত বকেয়া বেতনের টাকা পরিশােধ করতে চাই।
অতএব আমার অনিচ্ছাকৃত বিলম্বের দিক বিবেচনা করে জরিমানা মওকুফ করে আমাকে বকেয়া বেতন পরিশােধ করার অনুমতি দানে বাধিত করবেন।
নিবেদক
আশরাফুল ইসলাম
দশম শ্রেণি রােল নং-৭
জিলা স্কুল, যশাের।