দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির আবেদন
মনে কর, তােমার বাবা একজন দরিদ্র কৃষক। তার পক্ষে তোমার পড়ালেখার ব্যয় চালিয়ে যাওয়া সম্ভব নয়। এমতাবস্থায় দরিদ্র তহবিল হতে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ:০২.০৪.২০২২
বরাবর
প্রধান শিক্ষক
চট্টগ্রাম জিলা স্কুল, চট্টগ্রাম।
বিষয় : দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির আবেদন।
জনাব
যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি ষষ্ঠ শ্রেণি থেকে অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে আসছি। আমার ছােট এক ভাই ও এক বােন এ বিদ্যালয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করছে। আমার বাবা একজন দরিদ্র কৃষক। বাবার আয়ে বর্তমানে আমাদের সাংসারিক ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় অত্র বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে এককালীন আর্থিক সাহায্য না পেলে আমার এবং আমার ছোট ভাইবোনের লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

অতএব, মহােদয় সমীপে প্রার্থনা, উক্ত দরিদ্র তহবিল থেকে এককালীন আর্থিক সাহায্য প্রদানপূর্বক আমার ও আমার ভাইবােনের লেখাপড়া চালিয়ে যেতে সহযােগিতা করতে মর্জি হয়।
বিনীত
আপনার বাধ্যগত ছাত্র,
নবম শ্রেণি, ক্রমিক নং-৩
চট্টগ্রাম জিলা স্কুল, চট্টগ্রাম।