নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র ২০২৩

4.5/5 - (6 votes)

নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র

মনে কর, তােমার এলাকায় বিশুদ্ধ পানি ও জলের অভাব। এমতাবস্থায় পানীয় জলের সংকট নিরসনের লক্ষ্যে নলকূপ

স্থাপনের জন্য থানা নির্বাহী অফিসারের নিকট একটি দরখাস্ত লেখ।

তারিখ: ০৫.০২.২০২৩

বরাবর

থানা নির্বাহী অফিসার

গাংনী, মেহেরপুর।

বিষয়: নলকূপ স্থাপনের জন্য আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা গাংনী থানাধীন চাঁদপুর গ্রামের অধিবাসী। এই গ্রামে দুই হাজারেরও অধিক লোক বসবাস করে। গ্রামের অধিকাহুশ লােক কৃষি পেশায় নিয়ােজিত এবং দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এ গ্রামে নদী নেই পুকুরগুলো সংস্কারের অভাবে শােচনীয় হয়ে পড়েছে। গ্রামের মধ্যে যে তিনটি টিউবওয়েল রয়েছে তার দুটি আর্সেনিকযুক্ত। তারপরেও স্বাস্থ্য সম্পর্কে অসচেতন গ্রামের সাধারণ মানুষ আর্সেনিকমুক্ত পানির অভাবে নানা রকম মারাত্মক রােগের সম্মুখীন হচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। এই গ্রামে যদি দূষিত পানির ব্যবহার এভাবে চলতে থাকে তাহলে সাধারণ মানুষ অবর্ণনীয় বিপর্যয়ে পতিত হবে। তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবনের জন্য বিশুদ্ধ পানির বিশেষ প্রয়ােজন।

নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র
নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র

অতএব মহোদয়ের নিকট সবিনয় নিবেদন, এই গ্রামে বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে কমপক্ষে আরও চারটি টিউবওয়েল স্থাপন করে বধিত করবেন।

 

বিনীত

গ্রামবাসীর পক্ষে,

১.মো.সোলায়মান হোসেন;

২. মে.কোরবান আলী,

৩. মাে. হাফিজুর রহমান

গাংনী,মেহেরপুর।

 

নলকূপ স্থাপনের জন্য আবেদন ফরম
বিশুদ্ধ পানির জন্য আবেদন

নলকূপ স্থাপনের জন্য চেয়ারম্যান আবেদন পত্র

সরকারি নলকূপের জন্য আবেদন
সরকারি টিউবওয়েল স্থাপন খরচ
নলকুপের জন্য আবেদন

গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র

গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র এখানে প্রকাশ করা হলো। আপনি এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কিভাবে গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র লিখতে পারবেন এবং কোথায় গিয়ে জমা দিবেন এই সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে অথবা আমাদের সম্পর্কে তথ্য জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আপনারা নলকূপ স্থাপনের জন্য আবেদন পত্র সহ সকল প্রকার আবেদনপত্র আমাদের এই সাইটে দেখতে পারবেন।

সরকারি টিউবওয়েল এর আবেদন ফরম

সরকারি টিউবওয়েল এর আবেদন ফরম
সরকারি টিউবওয়েল এর আবেদন ফরম
নলকূপ স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র

About bdtoppost

Check Also

মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন

মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন

মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন পাড়ার মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি …

One comment

  1. একটি গভীর নলকূপ এর আবেদন করেছিলাম উপজেলায় প্রায় বছর হয়ে গেলো কোন ফলাফল প্রকাশ হয়নি, এ বিষয় সঠিক সমাধান আশা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *