গত ২৮ শে ফেব্রুয়ারী প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত হয়েছে। তারপর ঐ দিন সন্ধায় প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির (কোডিংসংক্রান্ত সমস্যা) কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
নোট: প্রাথমিকের স্থগিত করা বৃত্তির ফলাফল বুধবার (০১ মার্চ) পুনরায় প্রকাশ করার কথা থাকলেও তা আজ হচ্ছে না বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কেউ কিছুই জানায়নি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ যেভাবে দেখবেন
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট http://www.mopme.gov.bd/ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। DPE লিখে থানা বা উপজেলা কোড নম্বর লিখে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ ডাউনলোড করতে পারবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল
বোর্ডের নাম | ডাউনলোড |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ রাজশাহী |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ খুলনা |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ ঢাকা |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ চট্টগ্রাম |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ বরিশাল |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ সিলেট |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ রংপুর |
পিডিএফ |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ ময়মনসিংহ |
পিডিএফ |
এবার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার জন এবং ৪৯ হাজার ৩৮৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। সব মিলিয়ে মোট ৮২ হাজার ৩৮৩ জনকে এবার বৃত্তি দেওয়া হচ্ছে।
প্রাথমিক বৃত্তি কত টাকা করে দেওয়া হবে?
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে। তাছাড়া উভয় ধরনের বৃত্তিপ্রাপ্তদের প্রতি বছর ২২৫ টাকা করে এককালীন দেওয়া হবে।
গত ৩০ ডিসেম্বর ২০২২ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি বিদ্যালয় থেকে ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
Tag:প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল ২০২২ প্রকাশিত [dpe result 2023 pdf]