বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনার প্রতিকার চেয়ে আবেদন

Rate this post

বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনার প্রতিকার চেয়ে আবেদন

শহরে বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনার প্রতিকারকল্পে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখ।

তারিখ :২২.০৬.২০২২

বরাবর

সম্পাদক

দৈনিক সমকাল

লাভ রােড , তেজগাঁও, ঢাকা।

বিষয় : সযুক্ত পত্রটি প্রকাশের আবেদন।

জনাব,

আপনার বহুল প্রচারিত স্বনামধন্য ‘দৈনিক সমকাল পত্রিকায় নিম্নলিখিত পত্রটি ‘চিঠিপত্র’ শীর্ষক কলামে প্রকাশ করে বাধিত করবেন।

বিনীত

আসলাম

প্রফেসরপাড়া, ময়মনসিংহ।

     বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনার প্রতিকার চাই

দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর এবং তার আশপাশে বিদ্যুৎ ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। আবার, রাতের বেলাতেও দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে সারা শহর অন্ধকারে ঢাকা পড়ে যায়।শহরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। শুধু তাই নয়, প্রায় শােনা যায়,যখন বিদ্যুৎ থাকে না তখন চুরি-ডাকাতি সংঘটিত হয়। পকেটমার, ছিনতাইসহ বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয়। এছাড়া বিদ্যুতের অভাবে কলকারখানা, দােকানপাট বন্ধ হয়ে যায়। ফলে একদিকে যেমন কারখানা মালিকদের আয় বন্ধ হয়ে যায় অপরদিকে জাতীয় অর্থনীতিও এর প্রভাব থেকে মুক্তি পায় না।

সুতরাং, জনগণের অবর্ণনীয় দুঃখদুর্দশা দূর করার জন্য শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা আশু প্রয়ােজন।

বিনীত

প্রফের পড়া

ময়মনসিংহ।

 

About bdtoppost

Check Also

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর সড়ক দুর্ঘটনা রােধকল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *