বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

Rate this post

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

বিনা বেতনে অধ্যয়নের সুযােগ দানের জন্য তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ: ২৬/০৩/২০২২

বরাবর

প্রধান শিক্ষক

গাংনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

গাংনী,মেহেরপুর।

বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র , গত তিন বছর ধরে এ প্রতিষ্ঠানে আমি কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করে আসছি। আমার পিতা একজন অতি সাধারণ কৃষক। আট সদস্যবিশিষ্ট পরিবারে তিনিই একমাত্র আয়ের উৎস, কিন্তু এ বছর বন্যার কবলে পড়ে আমাদের অধিকাংশ ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। শুধু সৎসারের ব্যয়ভার নয়, আমিসহ আমার তিন ভাইবােনের লেখাপড়ার ব্যয়ভারও তিনি বিচক্ষণতার সাথে বহন করে আসছেন। উল্লেখ্য, গত বার্ষিক

পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি। কিন্তু বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় আমার বাবার পক্ষে আমাদের লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া রীতিমতাে দুঃসাধ্য হয়ে পড়েছে।

 

অতএব মহােদয়ের নিকট বিনীত নিবেদন, আমাকে বিনা বেতনে পড়ালেখা করার সুযােগ দিয়ে উজ্জ্বল জীবন গড়ার পথ সুগম কলে চিরকৃতজ্ঞ থাকব।

 

বিনীত

আপনার একান্ত অনুগত ছাত্র

এম এম সিফাতুল ইসলাম

দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ

রোল-১

গাংনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

গাংনী মেহেরপুর ।

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন hsc

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র in English
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ষষ্ঠ শ্রেণি
অর্ধ বেতনে অধ্যয়নের জন্য আবেদন
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ক্লাস ৭
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন নবম শ্রেণি
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন দশম শ্রেণি

About bdtoppost

Check Also

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর সড়ক দুর্ঘটনা রােধকল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *