মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা আবেদন

2/5 - (24 votes)

মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা আবেদন

মনে কর, তােমার এলাকায় মশায় উপদ্রব বেড়ে গেছে। এই অবস্থায় মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি আবেদনপত্র রচনা কর।

তারিখ :০৫.০৪.২০২২

বরাবর

সম্পাদক

দৈনিক প্রথম আলাে

১০০০,কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।

বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের আবেদন।

জনাব,

আপনার বহুল প্রচারিত ‘প্রথম আলাে পত্রিকার ‘চিঠিপত্র বিভাগে প্রকাশের জন্য ‘মশার [এডিস] উপদ্রব থেকে মুক্তি চাই’ শিরােনামে একটি চিঠি এই সঙ্গে পাঠাচ্ছি।

আশা করি, আপনার মতাে জনস্বার্থব্রতী সম্পাদকের সানুগ্রহ বিবেচনায় চিঠিটি উপযুক্ত গুরুত্ব পেয়ে প্রকাশিত হবে।

বিনীত

‘খ’, ২২, ধানমন্ডি, ঢাকা।

           মশার [এডিস] উদ্রব থেকে মুক্তি চাই।

রাজধানী শহর ঢাকার ধানমন্ডি’ একটি জনবহুল ও অভিজাত এলাকা। অথচ, এখানকার রাস্তার অপরিচ্ছন্নতা ও ড্রেনের আবর্জনা থেকে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। তাই এ এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিন-রাত সবসময়ই মশার উপদ্রব। সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মশকরাজি গুঞ্জনমুখর হয়ে ওঠে। মশার উপদ্রবে দিনেও স্বস্তিতে কাজ করা যায় না। ছাত্রছাত্রীর পড়াশােনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে শত শত লােক। ঢাকায় মশকনিধন অভিযান শুরু হলেও এ এলাকা তার ছোঁয়া পায়নি। এ ব্যাপারে নগরপ্রধানের কাছে বারবার আবেদন করা হলেও প্রয়ােজনীয় কোনাে ব্যবস্থা নেয়া হয়নি।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশার উপদ্রব নিবারণের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরােধ জানাচ্ছি।

বিনীত

এলাকাবাসীর পক্ষে,

‘খ’

২২, ধানমন্ডি, ঢাকা।

About bdtoppost

Check Also

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর

সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর সড়ক দুর্ঘটনা রােধকল্পে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *