রাস্তার আশু সংস্কার চেয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন
মনে কর, বাগেরহাট জেলার অন্তর্গত মােল্লাহাট ও চুনখােলা সংযােগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে সংবাদপত্রে একটি পত্র লেখ।
তারিখ :২৭.০৫.২০২২
বরাবর
সম্পাদক
দৈনিক ইত্তেফাক
১নং রামকৃষ্ণ মিশন রােড
ঢাকা-১২০৩।
বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত জনগুরুত্বপূর্ণ চিঠিটি প্রকাশ করে বাধিত করবেন।
বিনীত
মাে. হাসানুল হক
মােল্লাহাট, বাগেরহাট।
মােল্লারহাট-চুনখােলা রাস্তার আশু সংস্কার চাই
বাগেরহাট জেলার অন্তর্গত মােল্লাহাট এবং চুনখােলা সংযােগ সড়কের পাশে বহু লােকের বসবাস। এ সড়ক দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নানা প্রয়ােজনে প্রতিদিন জেলা ও থানা সদরে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযােগ্য হয়ে পড়ছে। রাস্তাটির বেহাল অবস্থার দরুন প্রায়ই নানা ধরনের দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে রাস্তাটির অবস্থা আরও করুণ আকার ধারণ করে। তারপরও প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ মালামালসহ এ পথে যাতায়াত করতে বাধ্য হয়। ফলে জীবনের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। রাস্তাটি যদি আশু সংস্কার করা না হয় তাহলে অচিরেই এই এলাকার অসংখ্য মানুষ সীমাহীন ভােগান্তিতে পড়বে। এতে সরকারেরও আর্থিক ক্ষতি হবে। তাই যােগাযােগ বিচ্ছিন্ন হওয়ার আগেই উক্ত রাস্তাটি মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
বিনীত
এলাকাবাসীর পক্ষে,
মাে. হাসানুল হক।
মােল্লাহাট, চুনখােলা, বাগেরহাট।