রোজা রেখে বেশি ঘুমালে কি রোজা হবে? রোজা রেখে বেশি ঘুমালে কি হয়

Rate this post

 

আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের Educationblog24.com এ স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পবিত্র মাহে রমজানের মাস রহমতের মাস চলতেছে। এই মাসের রোজা অবস্থায় অনেক কিছু করনীয় ও বর্জনীয় রয়েছে। আবার অনেক বিষয় আছে যা করনীয় ও বর্জনীয় নয় কিন্তু আমাদের জানতে হবে। তার মধ্যে একটি হলো রোজা রেখে বেশি ঘুমালে কি রোজা হবে? আমরা রমজান মাস আসলে অতিরিক্ত ঘুমানোর চেষ্টা করি। এ নিয়ে ইসলাম কি বলে আসুন জেনে নেই।

       

রোজা রেখে বেশি ঘুমালে কি রোজা হবে? রোজা রেখে বেশি ঘুমালে কি হয়

উত্তর: রোজা রেখে বেশি ঘুমালে রোজা নস্ট হবে না। তবে বেশি না ঘুমাবো ভালো। কারন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস ঘুমানোর জন্য দেন নাই। ইবাদত বন্দেগী করার জন্য দিয়েছেন। তাই রমজান মাসে প্রয়োজন ছাড়া ইচ্ছা করে অতিরিক্ত ঘুমানো থেকে বিরত থাকবেন। আল্লাহপাক আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন। আমিন।

 

   

     

       

     

   

 

Leave a Comment