Education
শবে কদরের নামাজ কত রাকাত – নিয়ম ও দোয়া আরবি বাংলা
আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা শবে কদরের নামাজ কত রাকাত – নিয়ম ও দোয়া আরবি বাংলা এই বিষয়ে আলোচনা করা হবে। এখন পবিত্র মাহে রমজান মাস চলতেছে। আমাদের থেকে ধীরে ধীরে রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে। রমজান মাসের শ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত আমরা সবাই জানি। শবে কদরের রাত রাত নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, যেমন শবে কদরের নামাজ কত রাকাত? শবে কদরের নামাজ সুন্নত না নফল তাই আজকে আমরা এই ২ টি প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
শবে কদরের নামাজ কত রাকাত
- উত্তরঃ শবে কদরের নামাজের নির্দিষ্ট কোন রাকাত কোথাও উল্লেখ নেই। তবে নূন্যতম ১২ রাকাত থেকে যত সম্ভব পড়া যেতে পারে। ২ রাকাত করে নফল নামাজের নিয়ত করে পড়তে হবে।
শবে কদরে নামাজ কত রাকাত ?
- উত্তরঃ শবে কদরের নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই ।
শবে কদরের নামাজ নফল নাকি সুন্নত ?
- উত্তরঃ শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ।
শবে কদরের নামাজ কত রাকাত করে নিয়ত করতে হয় ?
- উত্তরঃ শবে কদরের নফল নামাজ আদায় করার জন্য দুই রাকাত করে না কোন নামাজের নিয়ত করতে হবে।
আরো দেখুন:
শবে কদরের নামাজের নিয়ত বাংলায় ২০২৩
Tag:শবে কদরের নামাজ কত রাকাত , শবে কদরের নামাজ সুন্নত না নফল