সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে আবেদন

Rate this post

সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে আবেদন

সংবাদপত্রে প্রকাশিত মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে সম্পাদকের নিকট একটি পত্র রচনা কর।

তারিখ: ২৭শে মার্চ ২০২২

বরাবর

সম্পাদক

আমার দেশ

১০১ কাজী নজরুল ইসলাম এভিনিউ

কাওরান বাজার,ঢাকা।

বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের আবেদন।

জনাব

আপনার সম্পাদনায় প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় গত ২২.০৩.২০১৫ তারিখে ৮-এর পাতায় ৫-এর কলারে প্রকাশিত স্কুল হত্রদের সন্ত্রাস’ শীর্বক সাদটি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণােদিত। আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।পাঠকের জ্ঞাতার্থে অমি প্রকৃত তথ্যসহ একটি প্রতিবাদলিপি আপনার দপ্তরে পাঠালাম। আশা করি এ প্রতিবাদলিপিটি আপনার পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন।

নিবেদক

জাহিদ হাসান

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়

চট্টগ্রাম।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৫.০৩.২০১৫তারিখে দৈনিক আমার দেশ পত্রিকার ৮ম পৃষ্ঠার ৫ম কলামে ‘স্কুল ছাত্রদের সন্ত্রাস’ শীর্ষক যে সংবাদটি প্রকাশশ হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণােদিত। প্রকৃত ঘটনা হচ্ছে- বিগত ২৪.০৩.২০১৫ তারিখে কিছুসংখ্যক বহিরাগত ছাত্র-যুবক নৈর্ব্যক্তিক পরীক্ষা পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে ধর্মঘট পালনের জন্য আমাদের চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আহ্বান জানায়। কিন্তু আমাদের স্কুলের ছাত্ররা তাদের আহ্বানে সাড়া না দেওয়ায় তারা এলাকায় ব্যাপক সন্ত্রাস চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশকিছু সন্ত্রাসীকে গ্রেফতার করে। অথচ পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, জাহিদ হাসানের নেতৃত্বে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এলাকায় ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করে। আমি বা আমাদের স্কুলের কোনাে ছাত্রই এ ধরনের অপকর্মের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম।উদ্দেশ্যপ্রণােদিতভাবে আমার নাম উল্লেখ করে স্কুল ছাত্রদের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি।

বিনীত

জাহিদ হাসান

দশম শ্রেণি (বিজ্ঞান)

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।

About bdtoppost

Check Also

মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন

মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন

মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আবেদন পাড়ার মাস্তানদের উন্দ্রবের বিবরণ জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *