সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশপোযোগী একখানা পত্র রচনা কর
সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর
সড়ক দুর্ঘটনা রােধকল্পে তােমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশােপযােগী একখানা পত্র রচনা কর।
তারিখ :০৫.০৫.২০২২
বরাবর
সম্পাদক
দৈনিক মানবজমিন,
৪০, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচারিত দৈনিক মানবজমিন’ পত্রিকায় চিঠিপত্র কলামে নিম্নলিখিত বক্তব্যটি প্রকাশ করলে আনন্দিভ হব।
নিবেদিকা
কামরুন্নাহার টুপুর
ধানমন্ডি, ঢাকা।
সড়ক দুর্ঘটনা রােধকল্পে এগিয়ে আসুন
বর্তমানে সড়ক দুর্ঘটনা আমাদের দেশে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে পঁড়িয়েছে। প্রতিদিন ঘটছে অসংখ্য দুর্ঘটনা, প্রতিমুহুর্তে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী। মানুষের স্বপ্ন ধূলিসাৎ করে জীবনে নৈরাশ্যের কালাে অন্ধকার নিয়ে আসে এই সড়ক দুর্ঘটনা এসব সড়ক দুর্ঘটনার একক কোনাে কারণ নেই। সংকীর্ণ সড়ক, অপ্রতুল পরিবহন ব্যবস্থা, ট্রাফিক অব্যবস্থা, অতিরিক্ত স্পিড ওভারটেকিং, সর্বোপরি সড়ক পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই এর জন্য দায়ী। আর প্রতিবছর এসব কারণে সড়ক দুর্ঘটনা গড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা।
তাই, সড়ক দুর্ঘটনা রােধকল্পে নিরাপদ যানবাহন চলাচলের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:
১.সড়ক দুর্ঘটনা রােধে ওভারটেকিং নিষিদ্ধকরণ ও তা কার্যকর করার জন্য ভ্রাম্যমাণ পুলিশ মােতায়েন করা।
২. ড্রাইভিং লাইসেন্স প্রদানে কড়াকড়ি আরােপ ও দুনীতি রােধ করা।
৩, সড়ক আইনগুলাে যথাযথভাবে প্রয়ােগ করে চালকদের মধ্যে একটা ভীতির সৃষ্টি করা।
৪. অতিরিক্ত যাত্রী ও মাল বােঝাইয়ের প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
পরিশেষে, পরিবহন কর্তৃপক্ষ, যানবাহনের মালিক ও চালকদের প্রতি বিনীত আবেদন এই যে, সড়ক দুর্ঘটনা রােধ ও পরিবহন নৈজ্য বন্দ্বের জন্য উপরিউক্ত পদক্ষেপগুলাে বাস্তবে রূপায়িত করুন। এক্ষেত্রে জনগণের সার্বিক নির্মাপত্তার জন্য সড়ক দুটিন রোধকল্পে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিবেদিকা
কামরুন্নাহার টুপৃর
ধানমন্ডি,ঢাকা।