স্বপ্নদোষ কি রোজা ভঙ্গের কারণ
[ad_1]
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক পবিত্র মাহে রমজানের মাস চলতেছে। এই মাসের রোজা ভঙ্গের অনেক গুলো কারন রয়েছে। যা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। তারপর ও অনেকে স্বপ্নদোষ কি রোজা ভঙ্গের কারণ -সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা হবে? এই প্রশ্নের উত্তর খুজে থাকেন। তাই আজকে আমরা খুবই সংক্ষেপে স্বপ্নদোষ কি রোজা ভঙ্গের কারণ – সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা হবেবে এই প্রশ্নের উত্তর শেয়ার করবো।
স্বপ্নদোষ কি রোজা ভঙ্গের কারণ
উত্তর:- না সম্পদোষ রোজা ভঙ্গের কারন নয়। সপ্নদোষের কারনে রোজা ভঙ্গ হয় না।
সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা হবে
উত্তর:- জি হ্যা সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে রোজা হবে, যেহেতু তার অনিচ্ছায় এ কাজটি হয়েছে। যে কোনো আমলের মধ্যে যদি ইচ্ছেকৃত বিষয় না থাকে বা অনিচ্ছাকৃত কোনো আমল বান্দার কাছ থেকে হয়ে যায়, তাহলে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না রোজা হবে।
হাদিসের বর্ণনায় এসেছে, তিনটি বস্তু রোজা ভঙ্গের কারণ নয়-০১. বমি০২. শিঙ্গা লাগানো ০৩. স্বপ্নদোষ।
(মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ তিরমিজি, বাইহাকি)
Tag: স্বপ্নদোষ কি রোজা ভঙ্গের কারণ, সেহরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে কি রোজা হব