Education
স্বাধীনতা পুরস্কার ২০২৩ তালিকা [৯ জন ব্যক্তি ১ টি প্রতিষ্ঠান PDF সহ]
[ad_1]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত ৯ (নয়) জন বিশিষ্ট ব্যক্তি ও ০১ (এক)টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বাধীনতা পুরস্কার ২০২৩ তালিকা
স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন-
- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামছুল আলম
- মরহুম লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশীদ
- শহিদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া
- মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম
- মরহুম ড. মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)
- পবিত্র মোহন দে (সংস্কৃতি)
- এ এস এম রফিকুল হাসান (ক্রীড়া)
- বেগম নাদিরা জাহান (সুরমা জাদিহ)
- ড. ফেরদৌসী কাদরী
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
স্বাধীনতা পুরস্কার ২০২৩ তালিকা PDF
টাগ:স্বাধীনতা পুরস্কার ২০২৩ তালিকা