Education

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ আগের রাত থেকে পরীক্ষার হল অবধি করণীয়গুলো

[ad_1]

IMG 20230309 005645

       

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ আগের রাত থেকে পরীক্ষার হল অবধি করণীয়গুলো 

? সাথে যেসকল জিনিস নিতে হবে :

১. Color Admit Card

২. HSC এর Admit Card or Reg. Card ( Color or Photocopy)

৩.কালো কালারের কলম নিবে। নতুন কলম না। চেষ্টা করবে পুরানো কলম নেওয়ার এতে ফ্লুয়েন্টলি কালি আসবে।

৪.পেন্সিল ও রাবার নিলে সাথে নেওয়া যাবে। ফাইল নিতে পারবে না।

৫.ঘড়ি এলাউ করবে না। নিলেও বাহিরে রাখবে। হলে নিতে হবে না। হলে ঘড়ি থাকবে।

৬.হিজাফ না পড়া বেটার, পড়লেও কান যাতে ওপেন থাকে।

? পরীক্ষার আগের রাতে যা করণীয় :

১.পরীক্ষার আগের রাতে মনে হবে সব ভুলে গেছি, কিছু মনে নেই। এই বেপারে একদম প্রেসার নিবে না।

২.রাত ১১ টার ভেতর ঘুমিয়ে যাবে। ভুলেও জেগো না রাত। অনেকে এই কাজটা করতে চাইবে।

৩. ঐদিন রাতে না পড়াই বেটার, একদম রিলেক্স, ফ্রী মুডে থাকবা।

? পরীক্ষার সকালের দিন : 

১. ফজরের নামাজ পড়বা, তারপর মিষ্টি জাতীয় খাবার খাবে সীমিত। ভারী কিছু না খাওয়াই বেটার। সাথে ৪-৫ টা খেজুর রেখো। পথে খেতে খেতে গেলা।

২. হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবা। যাতে ৯ টার আগে হলে থাকতে পারো। রাস্তায় যাওয়ার সময় দেখবা অনেকে বই নিয়ে পড়তেছে, বাসে বসে, রাস্তায় বসে এগুলো দেখে বিন্দু পরিমাণ আপসেট হয়ো না।

৩.সকালে কিছু পড়ার দরকার নাই + কেউ পড়ার আলাপ করলেও তার কাছ থেকে বিরত থেকো

?এবার আসো পরীক্ষার হলে যা করবা :

১. নিজের সিট খুঁজে ঐ মোতাবেক বসে পড়বা। ওয়াশরুমের কাজ থাকলে আগেই সেরে নিবা।

২.মাথা একদম ঠান্ডা রাখার চেষ্টা করবা। হৈ হুল্লা যেদিকে তার কাছ থেকে দূরে থাকবা।

৩.প্রশ্ন হাতে পাওয়ার পর সবার ১ম কাজ হবে প্রশ্নপত্র ঠিকঠাক আছে কিনা ভালোভাবে দেখে নিবা।

৪.পেন্সিল দিয়ে আগে রেজি : ও রোল নং টা ফোটা দিয়ে তারপর আবার সিউর হয়ে মিলিয়ে নিবা তারপর কলম দিয়ে দাগাবা। 

৫. আগেই বলেছি কলমটা নতুন না হলে ভালো হয়। আবার কলমের কালি যেনো একদম বেশি মোটা ও লেপটিয়ে যায় এই টাইপের যাতে না হয়।

৬. OMR এ আনসার করার সময়, ১ এর টা ৩ এ, ৬৫ নং টা ৬৬ নং এ ভুলে দাগিয়ে না ফেলো। অথবা, গ এর জায়গায় ঘ যাতে না হয়ে যায়। এই ভুলটা প্রায় করি এই দিকটা খেয়াল রেখো।

৭.গোল্লা ভরাট করাটাও একটা সময় সুতরাং গোল্লা ভরাটে সময় নজরে রেখো।

৮. ক্যালকুলেশন করতে হবে এসকল এমসিকিউ সবার শেষে দিও। ৯৩+ দাগানোই সাজেস্ট করবো আমি।

৯. MCQ দাগানোর তিনটা পদ্ধতি শেয়ার করি 

i) প্রথমে যেগুলো তুমি শিউর একদম সেগুলো দাগাবে এটা ৫০ টা বা ৬০ টাও হতে পারে বা ৭০ টাও।

ii) ২য় ধাপে যেগুলো তুমি কনফিউজ একটু ইফোর্ট দিলে পারবা সেগুলো দাগাবা।

iii) লাস্ট বা ৩য় ধাপে যেগুলো কমন না একেবারে সেগুলো 50/50 tips ফলো করে দাগাবা।

✍️ ’50/50 tips’ হলো : ধরো একটি প্রশ্নের ৪ টা অপশন থাকে। তার ভেতর গ & ঘ এই দুটো অপশন হবেই না, প্রশ্নের সাথে মিলই না। বাকি থাকে দুটি অপশন ক & খ। এই দুটি অপশনের ভেতর যেটা তোমার কাছে তুলনামূলক পরিচিত বা প্রশ্নের সাথে যায় এভাবে দাগালে। এতে  হতেও পারে, নাও হতে পারে। মানে ৫০/৫০ চান্স। একেবারে স্কিপ করার থেকে এভাবে আনসার করাই বেটার।

? আর এই সিচুয়েশনটাতেই মাইন্ড গেমার হতে হয়। কমন সেন্স দিয়ে খেলতে হয় এই সিচুয়েশনে।

১০. হাতে ৩ মিনিট থাকতে এক্সাম শেষ করার চেষ্টা করবে এবং এই তিন মিনিট ট্রায়াল দিবে OMR।

⭕ আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের উপর আস্থা রেখে পরীক্ষাটা দাও। একদম নারভাস হয়ো না। এই যে মানুষের মুখে শুনো না যে, অমক স্টুডেন্টের ভালো প্রস্তুতি ছিলো না তাও চান্স পাইছে আর তমক স্টুডেন্ট ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পায় নি। এটার একমাত্র কারণ মাইন্ড গেম। ঐ ৬০ মিনিট যে মাইন্ড গেমার হতে পারবে,  যে রিলেক্স ঠান্ডা মাথায় এক্সামটা দিতে পারবে সেই ভালো রেজাল্ট করবে।

❌ আর একটা কথা কিছু যাদুবিদ্যার দল আসবে যারা প্রশ্ন ফাসটাসের কথা বলে, মনের ভুলেও এগুলো ট্রাস্ট করবা না। সব শেষ হয়ে যাবে। সাবধান সাবধান❗

শেষ কথা এটাই, ” হারার আগেই হেরে যেও না, আল্লাহর পরিকল্পনা তোমার-আমার চিন্তার বাহিরে।

❤️ আল্লাহ তা’লা সর্বোত্তম পরিকল্পনাকারী ❤️

দোয়া রইলো সবার জন্য।

©  Jannat Konok 

Mbbs 2nd year student of 

Kyrgyz State Medical University, Bishkek,Kyrgyzstan Russia

Tag:মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ আগের রাত থেকে পরীক্ষার হল অবধি করণীয়গুলো

Sadia Afroz Niloy

Hey! I am Sadia Afroz Niloy! A student and passionate writer. I love to write blog and connect people Realtime. Send business proposal at [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button