Education

chittagong (cu) university admission circular 2022-23 All Information

[ad_1]

Table of Contents

IMG 20230226 161513

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ নিয় বিস্তারিত আলোচনা করবো।সম্পূর্ণ পোস্ট ধৈর্য সহকারে পড়ুন ইনশাআল্লাহ আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ বিস্তারিত জানতে পারবেন।

নোট:  সার্কুলার প্রকাশিত হয়েছে

   
   

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩

  • অনলাইন অ্যাপ্লিকেশন শুরু
  • আবেদনের শেষ তারিখ
  • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ
  • সমস্ত ইউনিটের জন্য আবেদন ফি
  • বিষয় ও আসন সংখ্যা 
  • পরীক্ষার তারিখ এবং ইউনিটের পরিচিতি
  • ইউনিট ভিত্তিক আবেদনের যােগ্যতা 
  • পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি
  •  ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত
  • বিষয় ভিত্তিক ভর্তি পরীক্ষার পাশ নম্ভর
  • ইউনিট ভিত্তিক মেধাক্রম নির্ধারণ পদ্ধতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ অনলাইন আবেদন শুরুর তারিখ

আবেদন শুরুর তারিখ: ৩০ মার্চ ২০২৩ (দুপুর ১২ টা থেকে)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৩( রাত ১২টা পর্যন্ত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ ফি জমাদানের শেষ তারিখ

১৪ এপ্রিল ২০২৩ রাত ১১:৫৯ মি পর্যন্ত। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ প্রবেশপত্র ডাউনলোডের তারিখ

প্রবেশ পত্র ডাউনলোড: 

প্রিয় শিক্ষার্থী তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি এডমিড কার্ড admission.cu.ac.bd এই সাইট থেকে ডাউনলোড করতে হবে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ সমস্ত ইউনিটের জন্য আবেদন ফি

 ইউনিট/উপইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ২০২২-২০২৩

ভর্তি পরীক্ষা:  গত ২৬ ফেব্রুয়ারি এক সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।

পরীক্ষার তারিখ এবং ইউনিটের পরিচিতি

এ ইউনিট সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট
বি ইউনিট কলা ও মানবিক অনুষদ
বি-১ ইউনিট উপ-ইউনিট
সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ
ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ
ডি-১ ইউনিট উপ-ইউনিট

পরীক্ষার তারিখসমূহ

ইউনিট/উপ-ইউনিট তারিখ
এ ইউনিট
বি ইউনিট
বি-১ উপ-ইউনিট
সি ইউনিট
ডি ইউনিট
ডি-১ উপ-ইউনিট

বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ

চারুকলা ইন্সটিটিউট
নাট্যকলা বিভাগ
সংগীত বিভাগ
ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ …….

 বিষয় ও আসন সংখ্যা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ইউনিট আছে ৪ টি আর উপ – ইউনিট আছে ২ টি সব মিলিয়ে ৬ টি ইউনিট রয়েছে।

এ ইউনিট

বিজ্ঞান বিভাগঃ বিজ্ঞান , জীববিজ্ঞান , ইঞ্জিনিয়ারিং , মেরিন সাইন্স , ফিশারিজ অনুষদ রয়েছে

প্রায় ২১ বিষয় মােট ১২১২ টি আসন শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য

বি ইউনিট  কলা ও মানববিদ্যা বিভাগঃ বাংলা , ইংরেজী , ইতিহাস , ভাষা , বিএড , দর্শন , আরবী  প্রায় ১৩ বিষয় মােট ১২২১ টি আসন সব বিভাগের শিক্ষার্থী আবেদন করে
বি ১ ইউনিট  নাট্যকলা , চারুকলা , সংগীত ৩ টি বিষয়ে মােট আসন আছে ১২৫ টি সব বিভাগের শিক্ষার্থী আবেদন করে
সি ইউনিট  ব্যবসায় প্রশাসনঃ একাউন্টিং , ম্যানেজমেন্ট , ফাইনান্স , মার্কেটিং , ব্যাংকিং , এইচ আর এম প্রায় ৬ বিষয় মােট ৪৪১ টি আসন শুধু ব্যাবসায় শিক্ষার্থীদের জন্য 
ডি ইউনিট  সমাজ বিজ্ঞানঃঅর্থনীতি , রাজনীতি , সমাজতত্ত্ব , লােকপ্রশাসন , নৃ – বিজ্ঞান , সাংবাদিকতা , IR , ইত্যাদি  প্রায় ১০ বিষয় মােট ১১৬০ টি আসন সব বিভাগের শিক্ষার্থী আবেদন করে
ডি ১ ইউনিট  ফিজিক্যাল এডিকেশন ও স্পাের্স সাইন্স বিষয় মােট ৩০ টি আসন সব বিভাগের শিক্ষার্থী আবেদন করে 

ইউনিট ভিত্তিক আবেদনের যােগ্যতা

ভর্তির যোগ্যতাঃ যে সকল আবেদনকারী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুসন/বিভাগ/ ইনস্টিটিউট ভিত্তিক ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩

২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুসন/বিভাগ/ ইনস্টিটিউট ভিত্তিক ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

এ ইউনিট –  এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে।

বি ও বি ১ ইউনিট:

বিজ্ঞান বিভাগ – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

মানবিক বিভাগ– এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগ- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

ডি ইউনিট- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

ডি ১ সাব ইউনিট: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে।

পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি

 

  • ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে MCQ পদ্ধতিতে। 
  •  ১০০ টি প্রশ্ন x ১০০ নম্বর 
  • তবে ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর মােট নম্বর থেকে কাঁটা যাবে। 
A Unit বাংলাঃ ১০  ইংরেজি ২৫ পদার্থ ২৫ রসায়ণ ২৫ গণিত ২৫ জীববিজ্ঞান ২৫ বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক বাকি থেকে যেকোনো ৩ টি উত্তর দিতে হবে
B Unit ও B1 UniT বাংলা ৩৫ ইংরজিঃ ৩৫ সাঃজ্ঞান ৩০
 তবে B1 ইউনিটের মানবন্টন এক হলেও সাধারণক্তন চারুকলা রিলেটেড হয়ে থাকে
C unit ইংরজিঃ ৩০ হিসাব বিজ্ঞানঃ ৩৫ ব্যাৰঃ নীতিঃ ৩৫
D Unit বাধ্যতামূলক ) বাংলাঃ ৩০ ইংরেজিঃ ৩০ আই কিউঃ ২০ (৩ টি থেকে ১ টি ) সাঃ জ্ঞানঃ২০ গণিতঃ ২০ অর্থনীতিঃ ২০
D1 Unit বাংলা ৩০ ইংরেজিঃ ৩০ সাধারণজ্ঞানঃ ৩৫ ফিল্ড টেস্টঃ ২০ খেলাধুলা সনদঃ ১০

বিষয় ভিত্তিক ভর্তি পরীক্ষার পাশ নম্ভর

A Unit বাংলাঃ ৩  ইংরেজি ৪ পদার্থ ৮ রসায়ণ ৮ গণিত ৮ জীববিজ্ঞান ৮ 
B Unit ও B1 UniT বাংলা ১০ ইংরজিঃ ২০ সাঃজ্ঞান ১২
C unit ইংরজিঃ ৮ হিসাব বিজ্ঞানঃ ১২ ব্যাৰঃ নীতিঃ ১২
D Unit বাংলাঃ ৮ ইংরেজিঃ ৮ আই কিউঃ ৫ সাঃ জ্ঞান, গণিত, অর্থনীতিঃ ৭
D1 Unit বাংলা ৮ ইংরেজিঃ ৮ সাধারণজ্ঞানঃ ৮ ফিল্ড টেস্টঃ ১২ খেলাধুলা সনদঃ ২

ইউনিট ভিত্তিক মেধাক্রম নির্ধারণ পদ্ধতি 

A Unit
  1. ভর্তি পরীক্ষার নম্ভর
  2.  ইংরেজি,
  3.  পদার্থ / রসায়ণ 
  4. গণিত  /জীববিজ্ঞান  
B Unit ও B1 UniT
  1. ভর্তি পরীক্ষার নম্ভর
  2. বাংলা 
  3.  ইংরজি
  4.  সাঃজ্ঞান 
  5. বয়স(জৈষ্টতা)

C unit
  1. ভর্তি পরীক্ষার নম্ভর
  2. ইংরজি
  3.  হিসাব বিজ্ঞান
D Unit
  1. ভর্তি পরীক্ষার নম্ভর 
  2. ইংরেজি
  3.  আই কিউ
D1 Unit
  1. ভর্তি পরীক্ষার নম্ভর
  2. সাধারণজ্ঞান
  3. ইংরেজি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

FB IMG 1679996184518

Download 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার নিয়ম ২০২২-২৩

আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.cu.ac.bd এর মাধ্যমে করতে হবে। এ ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট/উপ-ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবেন। যে কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালাে করে পড়ে নিন। এছাড়াও অনলাইনে প্রতি পেইজের নির্দেশাবলি পড়ে নিন।

    •  যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের
      http://admission.cu.ac.bd লিঙ্কে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
    • Apply Now বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও
      বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্য গুলাে সঠিক ভাবে পুরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।
    • আবেদনকারীর তথ্যসমূহ সঠিক হলে পরবর্তী পেইজে আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বর চাওয়া হবে। মােবাইল নম্বর। সঠিক ভাবে প্রদান করে ‘Submit করলে আবেদনকারীর মােবাইলে একটি “Confirmation Code”পাঠানাে হবে।
    • এই ধাপে Confirmation Code টি চাওয়া হবে এবং সঠিকভাবে তা প্রদান করলেই কেবলমাত্র আবেদনের মূল পেইজে যেতে পারবে।
    • Confirmation Code প্রদান করে ‘submit করার পর Confirmation Code টি সঠিক হলে আবেদনকারীর একটি প্রােফাইল তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে।
    • আবেদনকারীর যদি কোন কোটা থাকে এবং তিনি সেটা আবেদনে যুক্ত করতে চান তাহলে তার প্রােফাইলে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্ক্ষিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন।
  • আবেদনকারীকে তার প্রােফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের একটি পরিষ্কার ফরমাল ছবি আপলােড করতে হবে। ছবি অবশ্যই নির্দিষ্ট মাপের হতে হবে এবং আবেদনকারীর চেহারা অনাবৃত থাকতে হবে। ছবি আপলােডের সময় দেখানাে নির্দেশিকা ভালাে করে পড়ে তা যথাযথ অনুসরণ করতে হবে। ছবি আপলােড ব্যতিত আবেদনের অন্যান্য ধাপ সম্পন্ন করা যাবে না। ছবি আপলােড করার পর তা পরিবর্তনযােগ্য নহে। পরিবর্তনের প্রয়ােজন হলে সংশ্লিষ্ট কাগজপত্রসহ হেল্প ডেস্কে যােগাযােগ করতে হবে।
  • আবেদনকারী তার প্রােফাইল এ Units/sub-Units অপশনে ক্লিক করে তিনি কোন কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদনের যােগ্য তার একটি তালিকা দেখতে পাবেন। উক্ত তালিকায় স্ব স্ব ইউনিট/উপ-ইউনিটের আবেদনের যােগ্যতা দেখতে পাওয়া যাবে। কিন্তু ছবি আপলােড সম্পন্ন না হলে আবেদনকারী কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে পারবে না।

আবেদন ফি পরিশোধের নিয়মালী

আবেদনকারী যে ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট/উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Private Key পাবেন। উক্ত Private Key টি ব্যবহার করে মােবাইল ব্যাংকিং ‘বিকাশ অথবা রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।বিকাশ এবং রকেট’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ

‘বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়ম

১। প্রথমে *247# dial করতে হবে

২| Pay Bill নির্বাচন করুন (অপশন ৫)।

৩। Other অপশন বাছাই করুন (অপশন ২)।

৪| Pay Bill নির্বাচন করুন (অপশন ২)

৫| Biller ID দিন

৬। Input Bill A/c নম্বর নির্বাচন করুন (অপশন ১)

৭| আপনার Private key টি দিন।

৮| Bill month হিসেবে — দিন

৯। Amount এ 550 টাকা দিন

১০| আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন

‘রকেট’ এর মাধ্যমে মােবাইল হতে আবেদন ফি পরিশােধ করার নিয়ম

১। *322# dial করুন।

২। Payment নির্বাচন করুন (অপশন ১)

৩। Bill Pay নির্বাচন করুন (অপশন ১)।

৪। self বা other নির্বাচন করুন ( অপশন ১ অথবা ২)
[other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন]

৫| Biller ID  দিন

৬। Bill Number হিসেবে আপনার Private Key দিন

৭| Amount এ 850 টাকা দিন

৮| আপনার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

পরীক্ষার সময় যা যা আনতে হবে

২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ২ কপি।কোন প্রকার ক্যালকুলেটর ঘড়ি বা ইলেক্ট্রক্যাল ডিভাইস সাথে আনা যাবেনা।

Tag:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩,chittagong university admission circular 2022-2023,chittagong university admission 2022-23,Chittagong University College Admission 2023, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩

Sadia Afroz Niloy

Hey! I am Sadia Afroz Niloy! A student and passionate writer. I love to write blog and connect people Realtime. Send business proposal at [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button