Education

Rajshahi university (ru) admission circular 2022-23 All Information

[ad_1]

Table of Contents

IMG 20230212 180131

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আবার ও তোমাদের মাঝে আরো একটি বিশ্ববি ভর্তি বিষয় সকল তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ নিয়ে হাজির হয়েছি।আজকে আমরা আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল তথ্য পেতে আমাদের এই পোস্টটি ধৈর্য সহকারে পড়তে থাকুন।ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ এর যা যা জানা প্রয়োজন সকল বিষয় জেনে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক।

প্রথম আমরা জেনে নেবো এই পোস্টে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো।তাহলে তোমাদের পোস্ট সম্পর্কে ধারনা হয়ে যাবে। 

?রাজশাহী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত 

   
   

   

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

  • আবেদন শুরু তারিখ
  • আবেদন শেষ তারিখ
  • প্রবেশপত্র ডাউনলোড তারিখ
  • ভর্তি পরীক্ষা তারিখ
  • আবেদন লিংক 
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩
  • ইউনিট পরিচিতি
  • ফরমের মূল্য
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২-২০২৩
  • পরীক্ষার মানবন্টন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ আবেদন শুরু তারিখ

প্রাথমিক আবেদন শুরু ১৫ মার্চ ২০২৩ দুপুর ১২ টা থেকে 

চূরান্ত আবেদন শুরু ৯  এপ্রিল ২০২৩ দুপুর ১২ টা থেকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ আবেদন শেষ তারিখ

প্রাথমিক আবেদন শেষ ২৭ মার্চ ২০২৩ দুপুর ১২ টা পর্যন্ত। 

চূরান্ত আবেদন শেষ ১৫ এপ্রিল ২০২৩ দুপুর ১২ টা পর্যন্ত। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ প্রবেশপত্র ডাউনলোড তারিখ

Coming 

রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন ফি ২০২২-২৩

  •  ইউনিট A-(মানবিক) আবেদন ফি- ১৩২০ টাকা
  • ইউনিট B(বানিজ্য) আবেদন ফি-১১০০ টাকা
  • ইউনিট C (বিজ্ঞান) আবেদন ফি- ১৩২০ 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ ভর্তি পরীক্ষা তারিখ

এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রুটিন ২০২৩

এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক ২০২৩-২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক দেওয়া হলো দেখে নিন।

 http://admission.ru.ac.bd/undergraduate / অথবা http://www.ru.ac.bd/ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩

এই বছর ভর্তি পরীক্ষায় সুযোগ পাবে শুধুমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। 

পরীক্ষার শিফট:

ভর্তি পরীক্ষা ৩টি (A, B, C) ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে প্রতিদিন ৩ শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা গ্রহণ করতে পারবে।

তাছাড়া ভর্তি পরীক্ষাটি তিনটি শিফটে তথা সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মিনিট, দুপুর ১২ থেকে ১টা এবং বিকেল ৩ থেকে ৪টার মধ্যে অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি ২০২২-২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২-২০২৩ 

মোট আসন সংখ্যা = ৪১৯১ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩

নিচে ইউনিট ভিত্তিক ভর্তি যোগ্যতা দেওয়া হলোঃ-

আবেদনের নুন্যতম যােগ্যতা

ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ থাকতে হবে। জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

 ভর্তি পরীক্ষার ইউনিট ও যোগ্যতা

এ (A) ইউনিট: মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র এ ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আছে। আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।

বি (B) ইউনিট: বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ৭টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

সি (C) ইউনিট: বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র সি ইউনিটে আবেদন করতে পারবে। এই ইউনিটের আওতায় বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২৬টি বিভাগ আছে। আবেদনের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

জিসিই O লেভেল  পরীক্ষায় ৫টি বিষয়ে এবং  A  লেভেল  পরীক্ষায় অন্ততঃ  ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে  ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড  পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজীতে অনুবাদ করা হবে। ইংরেজী প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে তাঁর Application ID ও মোবাইল নম্বর উল্লেখসহ ৩১ মার্চ ২০২১ তারিখের মধ্যে অবশ্যই ইমেইল ([email protected]) -এর মাধ্যমে জানতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ২০২২-২০২৩

মানবিকঃ SSC: 3.00 + HSC 3.00 7.00 পেতে হবে
বানিজ্যঃ SSC: 3.50 + HSC 3.50 7.50 পেতে হবে
বিজ্ঞানঃ SSC: 3.50 + HSC 3.50 8.00 পেতে হবে

এখানে সকল GPA ৪র্থ বিষয় সহ গণনা করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২০২৩ পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি 

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি ২০২২-২০২৩

  • পরীক্ষা পদ্ধতি ও সময়সীমা:
    বহুনির্বাচনি প্রশ্নোত্তর(MCQ) পদ্ধতিতে ১ ঘন্টা মেয়াদে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০ টি। প্রতি প্রশ্নের মান ১.২৫। এতে ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি ২০২২-২৩

আবেদন পদ্ধতিঃ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ২ টি ধাপে হয়ঃ 

১ম ধাপেঃ তােমরা আবেদন করবে । ফি লাগবে ৫৫ টাকার মতাে।এখানে আবেদনের পর প্রতিটি ইউনিটের জন্য আলাদা ভাবে ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়ার জন্য বিবেচিত হবেন ( কোটা সহ ) । এটা হবে জিপিএ এর ভিত্তিতে । 

২য় ধাপে / চূড়ান্ত আবেদন ধাপেঃ-

 যারা সিলেক্ট হবেন তাদের ইউনিট ভিত্তিক ১৩২০ টাকার কম – বেশি ফি দিয়ে ভর্তি পরীক্ষার সুযােগ পাবেন । একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করার সুযােগ পাবেন ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩ পরীক্ষার কিছু শর্ত যা জরূরী

পরীক্ষার কিছু শর্ত যা জরূরীঃ MCQ পরীক্ষায় ফলাফলের মেধার ভিত্তিতে প্রতিটি ইউনিটের ( A | B | c ) আসন সংখ্যার ১০ গুন লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ণ করা হয় । এর পর MCQ ও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরী হয় ।

A Unit : 2069 Seats x 10 = 20,690

B Unit : 510 Seats 10 = 5,100 

C Unit : 1572 Seats x 10 = 15,720 

তার মানে এম সি কিউ যারা এগিয়ে থাকবে তাদের লিখিত খাতা দেখা হবে উপরের সংখ্যা অনুযায়ী। 

গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা জানতেই হবেঃ 

  • ভর্তি পরীক্ষায় ক্যাকুলেটর ব্যাবহার করা যাবে না
  • ভর্তিতে বিভিন্ন কোটা রয়েছে যেমনঃ মুক্তিযােদ্ধা , ওয়ার্ড , উপজাতি , ক্ষুদ্র নৃগােষ্টি , প্রতিবন্ধি , দলিত ,। এইনিয়ে বিস্তারিত তথ্য পিডিএফ পরে পেয়ে যাবেন। 
  •  যদি IBA তে পড়তে চাও তাহলেঃ বাণিজ্যের শিক্ষার্থী হলে ইংরেজী এম সি কিউ তে ১২ ও লিখিত পরীক্ষা ৮ মােট 20 এর মধ্যে কমপক্ষে ৮ নম্বর পেতেই হবে অন্য বিভাগঃ ইংরেজী এম সি কিউ ১৫ লিখিত ১৪ মােট ২৯ এর মধ্যে ১২ পেতেই হবে।
  •  যারা মানবিক ও বাণিজ্য শাখা থেকে C UNIT এ পরীক্ষা দিয়ে চান্স পাবে তাদের জন্যঃ শারীরিক শিক্ষা ও ক্রীয়া বিজ্ঞানঃ ১৬ জন / আসন ভূগােল ও পরিবেশঃ ২০ জন / আসন মনােবিজ্ঞানঃ ২২ জন । আসন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নম্ভর বন্টন ২০২২-২০২৩

১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮০টি। তিন শিফটে অনুষ্ঠিত ১ ঘন্টা সময়সীমার এই পরীক্ষায় পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। যেখানে প্রতিদিন তিনটি শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। তিনটি ইউনিটে যার মোট সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার।

নম্বর বণ্টন: ‘এ’ ইউনিট

এ- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে-
ক. বাংলা- ৩০ নম্বর
খ. ইংরেজি- ৩০ নম্বর
গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।

এ’ ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)

১. বাংলা- ৩০ নাম্বার
২. ইংরেজি- ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

নম্বর বণ্টন: ‘বি’ ইউনিট

বি’ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। শুধু বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-

১. ইংরেজি- ২৫ নাম্বার
২. আইসিটি- ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
৫. বাংলা- ১০ নাম্বার
মোট ১০০ নম্বর।

অ-বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা- ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
৪. আইসিটি- ২৫ নাম্বার।
মোট ১০০ নম্বর।

বিঃদ্রঃ ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ) বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায় ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

নম্বর বণ্টন: ‘সি’ ইউনিট

এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর বণ্টন

‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫

১. পদার্থ ২৫টি প্রশ্ন
২. রসায়ন ২৫টি প্রশ্ন
৩. আইসিটি ৫টি প্রশ্ন

‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০

১. গণিত ২৫টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।

(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)

অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.

(বিঃদ্রঃ সকল প্রশ্নের মান ১.২৫ করে মোট ৮০টি প্রশ্নে ১০০ নম্বর।)

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Rajshahi university (ru) admission circular 2022-23 All Information | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Rajshahi university (ru) admission circular 2022-23 All Information | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Tag:Rajshahi university (ru) admission circular 2022-23 All Information,  রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

আরো দেখুন 

Tag:rajshahi university admission circular 2022-23,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২৩,rajshahi university admission 2020-21,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩,রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২-২৩,ru admission circular 2022-23

Sadia Afroz Niloy

Hey! I am Sadia Afroz Niloy! A student and passionate writer. I love to write blog and connect people Realtime. Send business proposal at [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button