রিভিউ
Vivo S Flip কিলার লুক আর দুর্দান্ত ফিচারস নিয়ে হাজির হলো ভিভো
Vivo S Flip কিলার লুক আর দুর্দান্ত ফিচারস নিয়ে হাজির হলো ভিভো। এই বার ভিভো ফোল্ডেবল স্মার্ট ফোন নিয়ে হাজির হলো। Vivo S Flip হলো একটি ফোল্ডেবল স্মার্ট ফোন যা তার দামের মধ্যে ভালো কিছু অফার করতেছে। অনুমান করা হচ্ছে অক্টোবর ২০২৩ সালে রিলিজ করা হবে। Vivo S Flip মোবাইলে ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। Vivo S Flip মোবাইলে অপোরটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৪ আর প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১।
এই মোবাইল দুইটি ভেরিয়ন্টে রয়েছে ১২ জিবি রেম ও ২৫৬ আর ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে মোবাইলটিতে আলাদা কোন কার্ড স্লট ব্যবহার করা যাবে না। Vivo S Flip মোবাইলে পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল আর এর সাথে ১২ মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা রয়েছে আর সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এই মোবাইল ৪কে রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। Vivo S Flip মোবাইলে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Vivo S Flip মোবাইলের বাংলাদেশে অনুমানিক মূল্য ৭২,০০০ হাজার টাকা হবে।